সুস্বাদু নরম ও স্পঞ্জি ধোকলা রেসিপি - Soft and Spongy Dhokla Recipe in Bengali

ধোকলা রেসিপি | Dhokla Recipe in Bengali

একটি খুবই জনপ্রিয় গুজরাতি খাবার হলো ধোকলা। বিকেলের স্ন্যাকস হিসেবে ধোকলা একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর পছন্দ। এটি বানাবার পদ্ধতি অত্যন্ত সহজ - আর একটু প্রস্তুতি নেওয়া থাকলে খুব বেশি সময় ও লাগে না। ছোট বড়ো সবার মন জয় করতে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি।

ধোকলা রেসিপি | Dhokla Recipe in Bengali

আসুন এখন দেখে নেওয়া যাক সুস্বাদু ধোকলা বানানোর এই সহজ রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে।

উপকরণ (Ingredients):
  • বেসন - 2 কাপ
  • সুজি - 2 টেবিল চামচ
  • আদা বাটা - 1 চা চামচ
  • কাঁচা লঙ্কা বাটা - 1/2 চা চামচ
  • হলুদ - 1/2 চা চামচ
  • লেবুর রস - 2 টেবিল চামচ
  • বেকিং পাউডার - 1 চা চামচ
  • বেকিং সোডা - 1/2 চা চামচ
  • নুন
  • চিনি

  • ফোড়নের জন্য:

  • কারি পাতা - 7-8 টি
  • কালো সরষে - 1 চা চামচ
  • কাঁচা লঙ্কা কুচি - 2-3 টি
  • তেল - 1 টেবিলচামচ
  • জল - 5 টেবিল চামচ
  • নুন
  • চিনি
প্রণালী (Instructions):
  1. বেসনটা ভাল করে চেলে নিতে হবে যাতে ওর মধ্যে কোন দানা না থাকে।
  2. বেসন, সুজি ও লেবুর রস জল দিয়ে মেখে ব্যাটার বানিয়ে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। ব্যাটারটা মাঝামাঝি হবে যেন খুব পাতলা না হয়।
  3. 20 মিনিট পর নুন, চিনি, আদা, লঙ্কা বাটা, সামান্য হলুদ, 2 চা চামচ তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।
  4. ধোকলা বানানোর পাত্রে তেল মাখিয়ে নিতে হবে।
  5. এবার আরেকটি বড় পাত্রে জল ফুটতে দিতে হবে।
  6. এখন ধোকলা ব্যাটারে বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে দ্রুত হাতে ভালো করে মিক্স করে নিতে হবে। মেশানো হলে সাথে সাথে ধোকলার পাত্রে ঢেলে দিতে হবে।
  7. জল ফুটতে শুরু করলে স্টিমের ওপরে একটি স্ট্যান্ড রেখে তার ওপর ধোকলার পাত্রটা বসিয়ে 20 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রাখুন।
  8. 20 মিনিট পর কাঁটা চামচ দিয়ে পরীক্ষা করুন। কাঁচা থাকলে আরো 5 মিনিট হতে দিন।
  9. রান্না সম্পূর্ণ হয়ে গেলে ধোকলার পাত্র ঠান্ডা করে একটি প্লেটে উল্টো করে ধরে চাপ দিলেই ধোকলা বেরিয়ে আসবে।
  10. এবার পছন্দমতো পিস করে নিন।

  11. ফোড়ন -

  12. ছোট একটা পাত্রে 1 টেবিল চামচ তেল গরম করে ওর মধ্যে 1 চা চামচ কালো সরষে, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, সামান্য 1/2 চা চামচ নুন, 1 টেবিল চামচ চিনি দিয়ে 5 টেবিল চামচ জল, 1/2 চা চামচ লেবুর রস দিয়ে নাড়তে হবে।
  13. চিনি গলে এলে গ্যাস বন্ধ করে ধোকলার ওপর এই ফোড়ন তেলটা ছড়িয়ে দিন।




রেসিপিটি আপনার কেমন লাগলো? আমাদের জানান নিচের ইমোজির মাধ্যমে।

রেসিপিটি আপনার ভাল লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে।


Post a Comment

0 Comments